শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বাণিজ্যিক বিতান ও শপিং মল ঈদের ৫ দিন বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর দোকান মালিক সমিতি বৃহস্পতিবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে আসন্ন ঈদুল ফিতরের দিন (২৫ মে সম্ভব্য ঈদ) থেকে ২৯ মে পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক বিতান ও শপিং মল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগর দোকান মালিক সমিতির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল ঈদের দিন থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৩০ মে শনিবার থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ মেনে যথানিয়মে প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

সংগঠনের সভাপতি তৌফিক আহসান বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাই ঘরে বসে ঈদুল ফিতর পালন করুণ। এ সময় দোকান মালিক, ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রতিষ্ঠান বন্ধকালীন সময় দুর্ঘটনা এড়াতে প্রতিটি ব্যবসা-প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন, ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ বন্ধ রাখতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার দৃষ্টি কামনা করেন তিনি।

সূত্র: জাগোনিউজ২৪

বিষেরবাশিঁ.কম/ডেস্ক/মৌ দাস

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.