শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

না.গঞ্জে ৫০ হাজার পরিবারকে কিউআর কার্ড প্রদাণের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করোনা ভাইরাসের প্রভাবে সমস্যায় জর্জরিত এমন ৫০ হাজার পরিবারকে কিউআর (কুইক রেসপন্স) কার্ড দিবে। গতকাল এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বলা হয়, ১৪ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী প্রদত্ত এ সহায়তা দেয়া হবে।

দরিদ্র-হতদরিদ্র ও অসহায় ৫০ হাজার পরিবারের মাঝে ২৭ টিওয়ার্ডে ৩৬ জনকাউন্সিলর এর মাধ্যমে সহায়তা প্রদান করবেন নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে এ বিষয়ে কিছু নিয়ম নীতি বাধ্যতামূলক মানা হবে। যাদের কে কার্ড প্রদান করা হবে তাদের হতে হবে ভাসমান মানুষ, বস্তিবাসী, প্রতিবন্ধি, ভিক্ষুক, দিনমজুর, বেকার শ্রমিক, গনপরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরীওয়ালা, চা-বিক্রেতা, রিকসা-ভ্যানচালক, স্বামী পরিতক্তা, হিজড়া, ও পথ শিশু। তাদের মাঝে কিউআর কার্ড বিতরণ করে পরে তাদের চাহিদা অনুযায়ী সহায়তা তালিকা প্রদান করা হবে বলে জানা গেছে।

সূত্র: দৈনিক সংবাদচর্চা

বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.