শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

অতিবৃষ্টিতেও না’গঞ্জের মেয়রের মুখে তৃপ্তির হাসি

সুভাষ সাহা: বৃষ্টিপাতে ঢাকা-চট্টগ্রাম নগরী ভাসলেও নারায়ণগঞ্জের চালচিত্র অন্যরকম। এখানে জলাবদ্ধতার ছিটেফোঁটাও নেই। অতিবৃষ্টিপাতেও জীবনযাত্রা স্বাভাবিক। পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমে দ্রুততম সময়ে সরে যাচ্ছে বর্ষা-বৃষ্টির জল। এযেন অচেনা এক নগরী। তিলোত্তমা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর সুপরিকল্পিত উন্নয়নের সুফল ভোগ করছেন নগরবাসী।

Image may contain: sky, outdoor and text
সম্প্রতি বর্ষার ঢলে অচল ঢাকা-চট্টগ্রামের মেয়র জনরোষে নাকাল হলেও নারায়ণগঞ্জের মেয়র আইভীর মুখে তৃপ্তির উজ্জ্বল হাসি। অতিসাম্প্রতিক বৃষ্টির জলে ভাসমান বিভাগীয় শহরগুলোর আশ্রয় হয়েছিল নৌকা। এরূপ বৈরী পরিস্থিতিতে ম্যাগাসিটির মেয়রগণ অসহায় বোধ করলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরবাসীর প্রশংসায় ভাসছেন। অন্যরা যা পারেন নি মেয়র আইভী তা প্রমান করে দেখিয়েছেন, দৃঢ়তা ও সুষ্ঠু পরিকল্পণার মাধ্যমে মানুষের আকাঙ্খা পূরণ সম্ভব। শুধু নারায়ণগঞ্জ শহর নয়, অবহেলিত সিদ্দিরগঞ্জ ও শীতলক্ষাার পূর্বপার বন্দরের মানুষও মেয়র আইভীর পরিকল্পিত উন্নয়নের সুফল ভোগ করছেন। এবারের স্মরণকালের প্রবল বৃষ্টিপাতেও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় নারাযণগঞ্জের মানুষ যারপরনাই খুশী।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: জাতীয়,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.