মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

★কোটিপতি ‘কিপ্টারা’ এখনো হাত গুটিয়ে ★

নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ করোনা মোকাবেলায় পিপিই তৈরির সর্বপ্রথম উদ্যোক্তা ‘Chandra Nath বাবু’র ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন'(বুয়েট) জানালেন ইঞ্জিনিয়ার হাসিনুর রেজা চঞ্চল। Hashinur Reza Chancha ফেসবুকে লিখেন, *সুভাষ সাহা না দাদা, প্রথম উদ্যোক্তা Chandra Nath দাদা আর উনার মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। এ প্রসঙ্গে তথ্য দিয়ে আরো সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার স্বপন কুমার সাহা, সুমন কুমার সাহা এফসিএমএ, ফয়সাল আহমেদ দোলন। তাঁদের দেয়া তথ্যসূত্রে; নামমাত্র মূল্যে তৈরী করে দিচ্ছে ‘স্পেস এন্ড স্পন্সর’ নামে একটি বিদেশি বায়িং কোম্পানি। এই বায়িং কোম্পানির কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক। উল্লেখ্য,পিপিই তৈরির উদ্যোক্তা নিয়ে একটি বিভ্রান্তিকর পোষ্ট ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে, উপযুক্ত উদ্যোক্তার আহ্বানে মহৎ কাজে কতো দ্রুত এবং সহজে সাড়া পাওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ বুয়েটের ‘মানুষ মানুষের জন্য’ ফাউন্ডেশন ও ‘করোনা মোকাবিলায় অতিব প্রয়োজনীয় পিপিই পোশাক তৈরির খবর। অনেকসময় খবরের পেছনের খবরগুলো অন্তরালে থেকে যায়,এখরটিও একটি উদাহরণ! অবশেষে জানা গেল সুমন কুমার সাহা, স্বপন কুমার সাহার ও ফয়সাল আহমেদ ও হাসিনুর রেজাসহ কয়েকজন সচেতন নাগরিকের সৌজন্যে।। প্রথম প্রতিক্রিয়া ও সংশোধন তথ্য দেন ভাগ্না ইঞ্জিনিয়ার স্বপন কুমার সাহাঃ Mama , not 100% true ,,,, however , thanks for the effort .❤❤ Information from Sumon kumar saha … the initiator and fund arranger is butians organization ” manus manusher jonno” … she involved when they approached to mark spancer for fabric sourcing ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন স্পেস এন্ড স্পন্সর, ‘জিপি,বিএসআরএম ও বসুন্ধরাসহ আরো অনেক প্রতিষ্ঠান ও ব্যাক্তি। বিনামূল্যে কোটি টাকার পিপিই পোশাক বিতরণ করার মহৎ উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণা। পক্ষান্তরে ড.মুহাম্মদ ইউনুসসহ অসংখ্য টাকাওয়ালা ‘টাকার বস্তায়’ মাথা দিয়ে বুকে টাকার ‘কোলবালিশ’ জড়িয়ে ঘুমাচ্ছেন! She made a good effort …. but the initiator of the effort is not she…. There are some donor also … GP, BSRM, Basundhara.. the initiator and fund arranger is butians organization ” manus manusher jonno” … she involved when they approached to mark spancer for fabric sourcing (তথ্য দাতাঃ সুমন কুমার সাহা,স্বপন কুমার সাহা ও ফয়সাল আহমেদে) ★ফয়সাল আহাদের থেকে প্রাপ্ত তথ্যমতেঃ এই মহৎ কর্মের উদ্যোক্তা বুয়েটের কিছু মানুষ সহ অন্যেরা। মার্কস এন্ড স্পেনসার শুধু খরচমূল্যে তাদের যে ফ্যাক্টরীগুলিতে অর্ডার চলে সেখান থেকে পিপিই বানিয়ে দিবে। এটার মুল উদ্যোক্তা বুয়েটের এলামনি এসোসিয়েশন পে ইট ফরওয়ার্ড মানুষ মানুষের জন্যে ফাউন্ডেশন নিচে লিংক দেওয়া হলোঃ
https://m.facebook.com/story.php?story_fbid=10221870258575860&id=1540145156
https://m.facebook.com/story.php?story_fbid=3318960961466386&id=100000575430134
https://m.facebook.com/story.php?story_fbid=3311970942165388&id=100000575430134
ফেসবুক থেকে তথ্য নিয়ে সুভাষ সাহার লেখা বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: জাতীয়,শীর্ষ সংবাদ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.