বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা আর নেই

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) আলোচিত মাদক মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত ‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা মারা গেছেন। গতকাল শুক্রবার (০৬ মার্চ) বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত এক বছর ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আমিন হুদা। পাশাপাশি উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। কারাগারে থাকা অবস্থাতেই তার হার্টে রিং পড়ানো হয়েছিল। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য ২০০৭ সালের ২৫শে অক্টোবর গুলশানের দু’টি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির কাঁচামাল ও রাসয়নিক, যন্ত্রপাতি এবং ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। এ সময় ইয়াবাসহ গ্রেপ্তার হোন মাদক চোরাকারবারি আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসান। এরপর আলাদা দু’টি মামলায় ২০১২ সালের ১৫ই জুলাই আদালতের রায়ে এ দুই জনের প্রত্যেককে ৭৯ বছর করে সশ্রম কারাদ- ও ৭ কোটি ৫৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.