শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

প্রধানমন্ত্রীর কাছে বিপাশার আহ্বান

  • অনলাইন ডেস্ক

 

‘যদি সম্ভব হয় শিশুশ্রম পুরোপুরি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিন। আমি যখন রাস্তায় বেরিয়ে শিশুদের ফুল বিক্রি করতে দেখি, গাড়ির গ্লাস মুছতে দেখি, তখন আমার সন্তানদের দিকে তাকাই।’ বললেন ছোট পর্দা ও বড় পর্দার তারকা এবং চিত্রশিল্পী বিপাশা হায়াত। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই আহ্বান জানিয়েছেন।

মাছরাঙা টেলিভিশনের আজ ৬ষ্ঠ বর্ষপূর্তি। এ উপলক্ষে ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে এসে তিনি আরও বলেন, ‘আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ​। তাহলে আমরা কেন শিশুদের সুন্দর ভবিষ্যৎ​ নিশ্চিত করতে পারছি না? কেন অল্প বয়সী শিশুদের মৌলিক চাহিদাটুকুও পূরণ হবে না?’

বিপাশা হায়াত জানান, সুযোগ পেলে ভবিষ্যতে শিশুদের জন্য কিছু অনুষ্ঠান তৈরি করতে চান তিনি।

‘বিনোদন সারাদিন’ গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান, প্রযোজনা করেছেন এস এম হুমায়ূন কবীর, উপস্থাপনা করেছেন নন্দিতা। পর্বটি প্রচারিত হবে আজ ৩০ জুলাই রোববার মাছরাঙা টেলিভিশনে।

 

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.