শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

শীর্ষ মাদক ব্যবসায়ী বিটু আটক

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটুকে আটক করেছে। বুধবার (৪ মার্চ) রাত ১০টায় নগরের তামাকপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷সালাউদ্দিন বিটু তামাকপট্টি এলাকার আবিদ আলী চৌধুরী ওরফে হাবলু চৌধুরীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিটুর রয়েছে মাদক ব্যবসার বিশাল নেটওয়ার্ক। একাধিকবার আটক হলেও জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা করে বিটু। মাদক নিয়ে সরকারের কঠোর অবস্থানে গা ঢাকা দেয় সে। পালিয়ে যায় ভারতে। সেখানে থেকেই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। সম্প্রতি দেশে আসে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, বিটুকে আটক করা হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে ৫০০ পিস ইয়াবাসহ নিতাইগঞ্জ তামাকপট্টি এলাকা থেকে ডিবির হাতে গ্রেপ্তার হয় বিটু। একই বছরের ১৯ আগস্ট সাড়ে ৩০০ পিস ইয়াবাসহ তামাকপট্টি থেকে আবারও গ্রেপ্তার করে ডিবি। তারও আগে ডিএমপির কদমতলী থানায় সাড়ে ৫০০ পিস ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়। বিষেরবাশিঁ.কম/ সংবাদদাতা /নিরাক

Categories: নারায়ণগঞ্জের খবর,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.