শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ধামইরহাটে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে পিতার ৬ মাসের কারাদন্ড

বিষেরবাঁশি.কম: নওগাঁ জেলায় ধামইরহাটে ১৩ বছরের এক মেয়েকে জোর করে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে পিতার ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মেয়েটি উপজেলার বীরগ্রাম গ্রামের শরিফ বাবুর মেয়ে বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির শিক্ষার্থী। জানা গেছে, বাবা শরিফ উদ্দিন তাকে লেখা পড়া না করিয়ে জোর করে বিয়ে দিচ্ছে এমন অভিযোগ প্রধান শিক্ষক খুরশিদা আকতার খুশিকে জানিয়ে ভিকটিম বলেন, মেডাম আমাকে বাঁচান। নিরুপায় হয়ে প্রধান শিক্ষক ইউএনও, উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন। খবর নিতে মেয়ের মাকে উপজেলা প্রশাসন থেকে ফোন করা হলে মেয়ের বিয়ে দিবে না মর্মে মৌখিক ভাবে অঙ্গীকার করেন। এমতাবস্থায় গত ২১ ফেব্রুয়ারী স্থান পরিবর্তন করে ১নং ধামইরহাট ইউনিয়নের কাজী ও রুপনারায়নপুর-কোকিল সম্মিলিত আলিম মাদরাসার প্রভাষক ফজলুর রহমান জেনে-শুনে বাল্য বিবাহ রেজিষ্ট্রি সম্পাদন করেন। খবরটি প্রকাশ হলে ২৫ ফেব্রুয়ারী রাত ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের স্বীকারোক্তি ও বাল্য বিবাহের ঘটনায় ভিকটিমের বাবা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে শরিফ বাবু (৫২) মোবাইল কোটে বাল্য বিবাহ প্রদানের সহযোগিতা করার অপরাধে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায়। বিষেরবাঁশি.কম/মো. আবু মুছা স্বপন/মৌ দাস

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.