শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

মুরগির ডিমে গোখরা সাপ!

বিষেরবাঁশী ডেস্ক: মুরগির ডিমে বাচ্চা না ফোটায় কৌতূহলবশত ডিম ভাঙতেই বেরিয়ে আসে গোখরার বাচ্চা। গতকাল শনিবার নওগাঁ বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাসখানেক আগে তার ভাবি শাপলা খাতুন মাটির হাঁড়িতে করে সনাতন পদ্ধতিতে ৬টি ডিম দিয়ে একটি মুরগিকে ‘তা’ দিতে বসায়। সপ্তাহ দুয়েক পর এক বিষধর গোখরা সাপের ছোবলে মারা যায় ডিমে ‘তা’ দিতে থাকা ওই মা মুরগিটি। পরে ডিমগুলো অন্য একটি মুরগিকে দিয়ে ‘তা’ দেয়া হয়। কিন্তু, সেসবের মধ্যে ৫টি থেকে বাচ্চা ফুটলেও একটি ডিম থেকে বাচ্চা ফোটেনি।

গৃহবধূ শাপলা জানান, বাচ্চা না ফোটায় কৌতূহলবশত ওই ডিমটি ভাঙলে তার ভেতর থেকে গোখরা সাপের বাচ্চা বের হয়। তবে সেটি মৃত অবস্থায় ছিল। পরে এই ভাঙা ডিম দেখতেই শত শত মানুষ ভিড় জমায় ওই বাড়িতে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: চিত্র-বিচিত্র

Leave A Reply

Your email address will not be published.