মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে চোরাকারবারী আটক

বিষেরবাঁশি.কম: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে অবৈধপ্রবেশ কালে শহিদুল্লাহ (৩৮) নামে এক যুবককে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক শহিদুল্লাহ উপজেলার গোপালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। থানায় দায়েরকৃত বিজিবি’র এজাহার সূত্রে জানা যায়, রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যার পূর্বমহুর্তে আটক শহিদুল্লাহ সুন্দরইল বিজিবি ক্যাম্প এলাকার সোনাডাাঙ্গা মাঠের ২৪৮এর ৪এস পিলার এলাকা দিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এসময় ১৬ বিজিবি ব্যাটালিয়নের সুন্দরইল ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল তাকে দেখতে পেয়ে তার পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশী করে ভারতীয় এয়ারটেল সীমকার্ড সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে এবং সৃষ্ট ঘটনায় ওই দিন রাতে সুন্দরইল বিওপি’র কমান্ডার হাবিলদার মহসীন আলী বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইন ১৯৭৩ সালের ১১(ক) ধারা মোতাবেক বিনা পাসপোর্টে বর্হিগমন চেষ্টার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে আটককৃত শহিদুল্লাহকে পুলিশ জেল হাজতে প্রেরন করে। উল্লেখ্য আটক শহিদুল্লাহ একজন চিহ্নিত চোরাকারবারী তার বিরুদ্ধে সীমান্তেÍ চোরাচালান সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/নিরাক

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.