শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

৪ শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে চার শিক্ষার্থীকে রড, লাঠি ও স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের রাতভর নির্যাতনের ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। গতকাল বুধবার (২২ জানুয়ারী) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক। আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। নুর বলেন, ঢাবির জহু হলের চার শিক্ষার্থীকে শিবির অ্যাখ্যা দিয়ে বেধড়ক পিটিয়ে থানায় দিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। একটি সূত্রে শিবির সন্দেহে এবং অন্য সূত্রে (যুগান্তর) ছাত্রলীগের মিটিংয়ে যোগদান না করার অভিযোগে বলা হয়েছে।(যুগান্তর) শিক্ষাঙ্গনে কি ওদের সন্ত্রাস চলবেই? বিকাল ৩ টায় রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদ মিছিল। ছাত্রসমাজ এক হও, সন্ত্রাস রুখে দাও। জানা গেছে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে চার শিক্ষার্থীকে রড, লাঠি ও স্ট্যাম্প দিয়ে রাতভর নির্যাতন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সূত্র: মানবজমিন বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.