শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

‘গোটা আমেরিকা উত্তর কোরিয়ার হামলার আয়ত্ত্বে’

বিষেরবাঁশী ডেস্ক: আবারও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি ছুড়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর মার্কিন সিনেট নতুন নিষেধাজ্ঞা দেয়ার পর দিনই এ পরীক্ষা চালানো হলো।

কিম জং উন বলেন, এই পরীক্ষা প্রমাণ করে গোটা আমেরিকা পিয়ংইয়ংয়ের হামলার আয়ত্ত্বের মধ্যে এলো।

রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার খবরে বলে, শুক্রবার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ৪৭ মিনিট পরে ৩৭২৪ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে।

ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পারমাণবিক বিশেষজ্ঞ জেফরি লুইস বলেছেন, প্রাথমিক সূত্রগুলো থেকে মনে হচ্ছে, সর্বশেষ পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।

আর এই সফলতায় কিম জং উন উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি ক্ষেপণাস্ত্র সফলভাবে উন্নত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান।
কিম জং উন বলেন, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে হামলা করতে সক্ষম।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ নিতে আমাদের বাধ্য করার পর্যায়ে নিয়ে গেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, এ ঘটনায় জাপানের নিরাপত্তা হুমকি আরো গুরুতর ও বাস্তবিক হয়ে উঠেছে।

পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন, যেকোনো ধরনের আক্রমণের জন্য আমরা প্রস্তুত এবং আমাদের মিত্রদেরও প্রস্তুত রেখেছি।

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে চলতি বছরে এ নিয়ে ১৪ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.