শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বিষেরবাঁশী ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি নামক স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কুটির মাইচকার গ্রামের নুরুল হক মিয়ার ছেলে ইউসুফ মিয়া (২৮)।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে মাদক ব্যবসায়ী ইউসুফকে গোপন সংবাদের ভিত্তিতে তারবাড়ির পার্শ্ববর্তী আরেকটি জায়গা থেকে ৯০কেজি গাঁজাসহ আটক করে। পরবর্তীতে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিওিতে রাত আনুমানিক দুইটার দিকে তাকে নিয়ে আরো মাদক উদ্ধার করতে গেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি কাঠেঁর পুল নামক স্থানে অন্য মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। তখন তাদের ছোড়া গুলিতে ইউসুফ ঘটনাস্থলে নিহত হন।

আত্নরক্ষার্থে পুলিশ বেশ কয়েকরাউন্ড গুলি ব্যবহার করে। সেসময় ঘটনাস্থল থেকে আরো ৪৫কেজি গাঁজা, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় চার পুলিশ আহত হন। তারা হলেন- সাব-ইন্সপেক্টর মো. মনির হোসেন, কনস্টেবল ইব্রাহিম, নাজির ও নজরুল।

কসবা থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ইউসুফ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.