শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

সাড়ে ৯’হাজার ইয়াবাসহ ২’মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী নগড়ে অবস্থিত র‌্যাব-১১’র বন্দর এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে ৯’হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাগর আহম্মেদ(৩০) ও মোঃ জুয়েল(২৯) নামের ২’মাদক ব্যবসায়ী গ্রেফতার। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১২’টায় বন্দর থানার মদনপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা ১২’টায় বন্দর থানার মদনপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৯’হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২’মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাগর আহম্মেদ খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বাঘাধারি এলাকার ও মোঃ জুয়েল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন সাদিকপুর এলাকার বাসিন্দা। উক্ত মাদক ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ঢাকায় সু-কৌশলে ইয়াবা পাচার করে আসছে। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সাগর আহম্মেদ পেশায় এক জন বাসের হেলপার। সে বাসের হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত বাসের হেলপার তার একটি ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে এবং তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস/রাসেদ উদ্দিন ফয়সাল

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.