শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

সীতাকুণ্ডের আরও ৫ শিশুকে হাসপাতালে ভর্তি

  • অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরাপাড়ার আরও ৫ শিশুকে অসুস্থ অবস্থায় ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)’ এ ভর্তি করা হয়েছে।

বুধবার ওই শিশুদের তীব্র জ্বরসহ হাসপাতালে ভর্তি করা হয় বলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন।

এই পাঁচ শিশুসহ বর্তমানে বিআইটিআইডি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) মোট ১৬ শিশুর চিকিৎসা চলছে।

সর্বশেষ মঙ্গলবার তিন বছর বয়সী শিশু নিপা ত্রিপুরা একই রোগে সিএমসিএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এর আগে চারদিনের ব্যবধানে ত্রিপুরাপাড়ায় ‘অজ্ঞাতরোগে’ ৯ শিশুর মৃত্যু হয়। পরে পরীক্ষায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর জানায়, ওই শিশুদের মৃত্যুর কারণ ‘হাম’। অপুষ্টির কারণে এর দ্রুত সংক্রমণ ঘটেছে।

রোগের লক্ষণ ও নমুনা ল্যাবরেটরি পরীক্ষা করে আইইডিসিআর বলে, ওই শিশুদের হামের টিকা নেয়া ছিল না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত টিকা কার্যক্রমে শক্তিশালী ওয়ার্ডভিক্তিক মাইক্রোপ্ল্যানেও সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ‘ত্রিপুরাপাড়া’ অন্তর্ভুক্ত না থাকায় বিস্মিত স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় ৮ জুলাই প্রথম শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ৯ জুলাই দুই শিশু ১১ জুলাই এক শিশু এবং ঘটনার চতুর্থ দিনে ১২ জুলাই একদিনে ৪ শিশুর মৃত্যুর ওই দুঃখজনক ঘটনা ঘটে।

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.