শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ভৈরবে ৬১টি ওয়াকি-টকিসহ আবুল আটক

অনলাইন ডেস্ক: ভৈরবে আবুল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে ৬১টি ওয়াকি-টকিসহ আটক করেছে র‍্যাব। ভৈরবের দুর্জয় মোড় এলাকার এসএ পরিবহন থেকে আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে এসব অবৈধ ওয়াকিটকিসহ তাকে আটক করা হয়েছে। আবুল চট্টগ্রামের পাচলাইশের হামজাবাগ কলোনির শহীদুুুল্লাহ মিয়ার ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফি উদ্দিন যোবায়ের জানান, একটি অসাধু ব্যবসায়ী চক্র নিয়মিত বিদেশ থেকে অবৈধভাবে ওয়াকিটকি সেট সরবরাহ করে ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের ভিত্তিতে দুপুরে দুর্জয় মোড় এলাকায় এস.এ পরিবহন অফিস থেকে এসব অবৈধ ওয়াকিটকি সেট সরবরাহকালে অভিযান পরিচালনা করে বাদলকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় ৬১টি ওয়াকিটকি সেট, সেটের চার্জার ও সেটের ইয়ার ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.