মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

নতুন পেঁয়াজ বাজারে পুরোপুরি আসলে দাম স্বাভাবিক হয়ে যাবে

অনলাইন ডেস্ক: নাটোরের বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। এ অবস্থায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় অর্ধেকে নেমে আসলো। ধারনা করা হয়, স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসায় কমেছে দাম। তবে এখনো কিছু কিছু জায়গায় পুরাতন পেঁয়াজ আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে নাটোরের বাজারে প্রথম নতুন দেশি পেঁয়াজ আসে । শহরের স্টেশন বাজারে নতুন পেঁয়াজ প্রথমে ১০০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। পরে সেই পেঁয়াজ দুপুরে দাম কমে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়। নাজমা বেগম নামে এক ক্রেতা জানান, মঙ্গলবার তিনি ২১০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন। বুধবার দাম কম দেখে ৮০ টাকায় নতুন এক কেজি পেঁয়াজ কিনেছেন। স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সপ্তাহ খানেকের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। পেঁয়াজ ব্যবসায়ী আবদুল ওয়াহাব বলেন, অসময়ের বৃষ্টিতে নাটোরের লালপুরসহ স্থানীয় বেশ কয়েকটি এলাকায় পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পানি নামার পর সেসব জমিতে নতুন করে পেঁয়াজ লাগানো হয়েছে সপ্তাহ দুয়েক পর বাজারে আসবে সেগুলো। নতুন পেঁয়াজ বাজারে পুরোপুরি আসলে দাম স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান। পেঁয়াজ ব্যবসায়ী শাহজাহান আলী বলেন, বেশি দামে কেনা পেঁয়াজ, তাই ২২০ টাকা কেজি দরে বিক্রি করছি। নতুন পেঁয়াজ বাজারে আসলে আমাদেরও কম দামে পেঁয়াজ বিক্রি করতে হবে। সূত্র: জাগোনিউজ২৪ বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.