শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

নারায়ণগঞ্জে বালু মহলের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ এলাকায় বালু মহলের টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন টেকপাড়া আমিরাবাদ এলাকার মৃত আরজ আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার নুর মিয়ার ছেলে আল-আমিন (৩৩), ইয়ানুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়েব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে উপজেলার আনন্দবাজার এলাকার নবী হোসেন গ্রুপের সঙ্গে একই এলাকার আমির হোসেন গ্রুপের বিরোধ চলছিল। রোববার রাতে বালু মহলের টাকা ভাগাভাগি নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষে ধারাল অস্ত্রের আঘাতে চার যুবক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ডামেক) হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষেরবাঁশি.কম/সংবাদদাতা/নিরাক

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.