বুধবার ৪ বৈশাখ, ১৪৩১ ১৭ এপ্রিল, ২০২৪ বুধবার

পেঁয়াজের পর লবণের দাম বৃদ্ধি: গুজবে কান না দেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ লবণ মিল মালিক গ্রুপের সভাপতি পরিতোষকান্তি সাহা লবণের দাম বৃদ্ধির গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। লবণের সংকট ও দাম বৃদ্ধির বিষয়টি গুজব মন্তব্য করে পরিতোষ কান্তি সাহা বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এক শ্রেণির দুষ্টচক্র ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ ধরণের গুজব ছড়াচ্ছে। ফলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তিনি সাধারণ মানুষকে এ ধরণের গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আগামী এক বছরেও লবণের দাম বৃদ্ধি বা সংকটের কোনো সুযোগ নেই। নারায়ণগঞ্জসহ বাংলাদেশে প্রচুর পরিমাণ লবণ মজুদ রয়েছে। এতে জনগণের চিন্তিত হওয়ার কোন কারণ নেই।’ তিনি আরও বলেন, আগের দরেই এখনও লবণ বিক্রি হচ্ছে এবং যারা এ গুজবকে কেন্দ্র করে অতিরিক্ত দামে লবণ বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। পরিতোষকান্তি সাহা বলেন, লবণের দাম বৃদ্ধির বিষয়টি যে গুজব তা জনগণকে অবহিত করতে আমরা ইতিমধ্যেই লিফলেট বিতরনসহ নানা জায়াগায় ব্যানার টাঙিয়ে দিয়েছি। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস/দিলীপ কুমার ম-ল

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.