শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

ডি.বি পুলিশের পরিচয়দানকারী ৩ যুবক ৬০ বোতল ফেন্সিলিসহ আটক

অনলাইন ডেস্ক: নওগাঁ জেলার ধামইরহাটে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ডি.বি পুলিশের সোর্স পরিচয়দানকারী ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের দেহ তল্লাশী করে ৬০ বোতল ফেন্সিলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ধামইরহাট থানায় বৃহস্পতিবার রাতে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ বরাত দিয়ে এস.আই পিযুষ কান্তি জানান, গত বৃহস্পতিবার রাত অনুমান ৯ টার দিকে উপজেলার কাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট এ.এস.আই সারোয়ার জাহানসহ সঙ্গীয় ফোর্স চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালায়। এ সময় দ্রুত গতিতে আসা ১টি মোটরসাইকেল পুলিশ আটক করে। পরে তাদের দেহ থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হচ্ছে নওগাঁ সদর থানার সরদার পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও বিভিন্ন স্থানে ডিবি পুলিশের সোর্স পরিচয়দানকারী সবুজ হোসেন লিটন (২০) তেুতুলিয়া গ্রামের আ. রউফের ছেলে ফারহান হোসেন রাশিদ (১৯) ও ধামইরহাট থানার রামচন্দ্রপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে নুরনবী (১৭)। এলাকায় শোরগোল আছে আটককৃত সবুজ হোসেন লিটন উপজেলার হযরতপুর, মঙ্গলবাড়ীসহ জেলার বিভিন্ন স্থানে নিজেকে নওগাঁ ডি.বি সোর্স পরিচয় দিতো। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ৮ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলায় নওগাঁ কোর্টে চালান করা হয়েছে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস/মো. আবুমুছা স্বপন

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.