শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

জাসদ বাদলভাইকে প্রাপ্য মর্যাদা দিতে পারেনি:শেষকালে ভগ্নাংশের নেতা হয়েই চিরবিদায় নিলেন (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদন (সুভাষ সাহা): প্রথমে ফেসবুকের নিউজফিডে চোখে পড়ল বাদল ভাই আর নেই, মনে করেছিলাম গুজব। চেয়েছিলাম গুজবই হোক। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এই দরাজ কন্ঠ আর শুনতে পারবো না। নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন এই বছরে কালুরঘাটে নতুন রেল কাম সড়ক সেতুর কাজ শুরু করতে না পারলে পদত্যাগ করবেন সংসদ সদস্য পদ হতে, মাননীয় প্রধানমন্ত্রীকে ও সংসদেও সুস্পষ্টভাবে বলেছিলেন একই কথা।
জাসদ বাদলভাইকে প্রাপ্য মর্যাদা দিতে পারেনি:শেষকালে ভগ্নাংশের নেতা হয়েই চিরবিদায় নিলেন

জাসদ বাদলভাইকে প্রাপ্য মর্যাদা দিতে পারেনি:শেষকালে ভগ্নাংশের নেতা হয়েই চিরবিদায় নিলেন

Posted by bisherbashi.com – HotNews on Friday, November 8, 2019
দাবী করেছিলেন নিজের মরহুম মা-বাবাকে অন্তত গালি থেকে বাঁচাতে উনার মৃত্যুর অাগে যেন এ সেতু দেখে যেতে পারেন। এর মাঝেই এই বীর মুক্তিযোদ্ধা চলে গেলেন না ফেরার দেশে। হজ্জ থেকে ফিরে ৪০ দিন পার হওয়ার আগে ভগ্ন দেহে সংসদে বসে জাতীয় স্বার্থে স্পিকারের উদ্দেশ্যে অসাধারণ বাস্তব সম্মত হৃদয়স্পর্শী একটি ভাষণ দিয়ে গেছেন। যেকোন দেশপ্রেমিক নাগরিকের কাছে এটি জাতির জন্য মহামূল্যবান সম্পদ। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অকৃত্রিম আস্থাভাজন এ মুক্তিযুদ্ধা বিদায়ী ভাষণের বিষয়বস্তুর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ কাম্য। এ মহান নেতা জীবদ্দশায় কালুরঘাট সেতু দেখে পারলেন না। এ দুঃখ নিয়ে নিয়ে তিনি চলে গেলেন। জাতীর সকল দুর্দিনে পাশে থাকা এই মানুষটিকে সম্মান জানিয়ে হলেও সেতুটি করা দরকার এবং নতুন কালুরঘাট সেতু মঈনুদ্দিন খান বাদলভাইয়ের নামে নামকরণ করা হলে তাঁর আত্মা শান্তি পাবে। বোয়ালখালিবাসীর প্রিয় নেতা বাদলভাই বেঁচে থাকুক জাতির হৃদয়ে।। বীর মুক্তিযোদ্ধা Mayeenuddin Khan Badal MP ভাইয়ের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.