শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

গত অক্টোবর মাসে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৭৩’টি মামলা দায়ের

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় গত অক্টোবর মাসে মোট ৭৩’টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৩৮’টি মাদকের, ১১’টি নারী ও শিশু নির্যাতনের, ৫’চুরির, ৩’টি দ্রুত বিচার ও ১৬’টি অন্যান্ন মামলাসহ বিভিন্ন অভিযোগের ৭৩’টি মামলা দায়ের করা হয়। জানা যায়, বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ কামরুল ফারুক যোগদানের পর যানবাহনসহ বিভিন্ন সমস্যা থাকার পরও গত অক্টোবর মাসে বিভিন্ন ধারায় প্রায় ৭৩’টি মামলা গ্রহন করেন। উল্লেখ্য, থানা পুলিশের হিসাব মোতাবেক গত অক্টোবর মাসে প্রায় ৬’কেজি ২’শ ৫০’গ্রাম গাজাঁ, ৩০৫১’পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩’লিটার বিদেশী মদ উদ্ধার করে। সচেতন এলাকাবাসী বর্তমান অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুককে ভাল ওসি হিসাবেই দেখছে। উল্লেখ্য, ৭৩’টি মামলার মধ্যে ৩৮’টি মাদক মামলা। এ ৩৮’টি মাদক মামলায় পুলিশ ৫৭’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক বলেন, আমার থানা এলাকায় আইনশৃঙ্খলা আগের চাইতে অনেক ভালো। পূর্বের অবস্থান থেকে মাদক অনেক কমে গেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, চলবে, মাদকের সাথে কোন ধরনের আপোষ চলবে না। মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হউক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস/রাসেদ উদ্দীন ফয়সাল

Categories: অপরাধ ও দুর্নীতি,নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.