শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

এক কেজি পেঁয়াজের দাম ১৩০ টাকা: সেই টাকা মিলছে একটি মুরগি

অনলাইন ডেস্ক: দেশের বাজারে দিন দিন পেঁয়াজের দাম বেড়েই চলেছে। নিত্যদিন পেঁয়াজের দাম বাড়ার কারণে অতিষ্ট হয়ে পরছে ক্রেতারা। রাজধানীসহ সারাদেশের বাজার গুলোতে পেঁয়াজের দাম বেশি রাখায় অভিযান চলানো হলেও নেই কোন প্রতিকার। এর মাঝে গত কয়েকদিন ধরে হঠাৎ করে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় পেঁয়াজের দাম। কেজি প্রতি দাম রাখা হচ্ছে ১২০- থেকে ১৩০ টাকা। অন্যদিকে রাজধানীর শ্যামলী, কৃষিমার্কেট ঘুরে দেখা গেছে পেঁয়াজের দাম ও বয়লার মুরগির দাম কেজিতে সমান। আজ রবিবার (২৭ অক্টোবর) বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। ক্রেতা রুহুল আমিন বলেন, পেঁয়াজের বাজারে প্রবেশ করা যায় না। প্রতি কেজি পেঁয়াজের দাম ১৩০ টাকা। অন্যদিকে মুরগির দামও ওই ১৩০ টাকা। পেঁয়াজ কেনার থেকে মুরগি কিনে নিয়ে যাচ্ছি। ২৫০ গ্রাম পেঁয়াজ কিনে সপ্তাহ চালাতে হচ্ছে। এই ভাবে দাম বাড়তে থাকলে বেতনের টাকা পেঁয়াজ কিনতে শেষ হয়ে যাবে। বিক্রেতা আশরাফুল আলম বলেন, আমরা বেশি দামে পেঁয়াজ কিনে এনেছি। আমাদের কাছে বেশি দাম রাখার জন্য আমরাও বেশি দামে বিক্রি করছি। গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টির কারণে আবার পেঁয়াজের দাম বেড়ে গেছে। মুরগি বিক্রেতা বলেন, আজকের মুরগির বাজার দর ১৩০ টাকা কেজি। আমরা শুনছি পেঁয়াজের দামও নাকি ১৩০ টাকা কেজি। মুরগির বাজার স্বাভাবিক রয়েছে কয়েক সপ্তাহ ধরে। জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারত রপ্তানি মূল্য বাড়িয়ে দিলে পেঁয়াজের বাজারে সংকট শুরু হয়। ওই সময় ৫০ টাকার পেঁয়াজ এক লাফে ৮০ টাকায় পৌঁছায়। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.