শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বড় সন্ত্রাসী হোক, বড় চাঁদাবাজ হোক আর যত বড় ভাইয়ের লোক হোক ছাড় দেয়া হবে না–এসপি হারুন

বিষেরবাঁশি.কম : “সমাজে যারা বিশৃঙ্খলা তৈরী করতে চায়, সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা করতে চায় সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। যত বড় সন্ত্রাসী হোক, যত বড় চাঁদাবাজ হোক আর যত বড় ভাইয়ের লোক হোক ছাড় দেয়া হবে না। সেই লক্ষে আমাদের পুলিশ কাজ করছে। সেবার মানসিকতা নিয়ে আমরা কাজ করছি। আমরা সুন্দর একটি নারায়ণগঞ্জ চাই” মন্তব্য করলেন পুলিশ সুপার হারুন অর রশিদ। শুক্রবার (২৫ অক্টোবর) কবিয়াল সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আলী আহম্মদ নগর চুনকা পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কবিয়াল যে আয়োজন করেছে তা বাচ্চাদের জন্য অনেক লাভজনক। শিশুরা যদি ছোট থেকে শিল্পমনা হয় তাহলে তাদের বিপথে যাবার সম্ভবনা কম হয়। সমাজের কিছু মানুষ শিশুদের বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সমাজে অশান্তি সৃষ্টি করছে। নারায়ণগঞ্জের প্রতিটি পাড়ায় পাড়ায় শিশুরা স্কুলে যাওয়ার পরিবর্তে স্কুল সময়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের দেখার মত, উপদেশ দেয়ার মত মানুষ নেই। আপনারা কেউ কিছু বলতে যান আপনাদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করবে। তাই আজ প্রধানমন্ত্রী শিশু কিশোরদের এই বিষয়গুলোতে যত্নশীল, উনি এ বিষয়ে আইন করেছেন। তিনি আরো বলেন, ‘শিশুদের বিপথগামিতা একদিনে সমাধান করা যাবে না। কিছু কিছু মানুষ আছে যারা এই অন্যায়কে, মাদককে, সন্ত্রাসবাদ লালন করে। লালন করছে বলেই শিশুকিশোররা মনে করছে পড়াশোনা না করে ঘুরে বেড়ালেই মানুষ তাদের সমিহ করবে। তাই তারা লেখাপড়া বাদ দিয়ে সন্তাসী পথে, ভাইদের পথে, চাঁদাবাজদের পথে যাচ্ছে। তারা মনে করে এটাই তাদের জন্য উত্তম পথ। এসপি বলে, সমাজের যারা সন্তাসবাদ করে আমরা যেন সেই নেতৃত্ব নির্বাচন না করি। আমরা যাদের নির্বাচন করছি তারাই যদি আমাদের বাচ্চাদের মাদক, ইয়াবা, সন্ত্রাসবাদের যুক্ত করায় তাহলে আমাদের সমাজ বাঁচবে না। আমাদের সব বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনারাদের যেকোনো বিপদে আমরা আপনাদের পাশে আছি। নারায়ণগঞ্জে কোথাও যদি শিশু নির্যাতন হয়, নারী নির্যাতন হয় আপনারা আমার কাছে আসবেন। আপনাদের জন্য সব সময় আমার দরজা খোলা। প্রতিদিন যখন আমি অফিসে যাই অনেক নারী পুরুষ আমার কাছে আসেন। যদি নারী নির্যাতনের কোনো বিষয় থাকে তাহলে তা সামাজিকভাবে আমরা দেখি। কারণ নারীরা সব জায়গায় অসহায়। কবিয়াল ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বিষেরবাঁশি.কম ও নিউজ২৪.ওয়েবসাইটের সম্পাদক সুভাষ সাহা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলম আজাদ, জেলা গ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন ও রংমেলা নারী কল্যাণ সংস্থার সভাপতি সাবিরা সুলতানা নীলা সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্র্মীরা। বিষেরবাঁশি.কম/সংবাদদাতা/নাদিম

Categories: নারায়ণগঞ্জের খবর,সাহিত্য

Leave A Reply

Your email address will not be published.