বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

পুলিশের ইলিশ রক্ষা অভিযানে জেলেদের সঙ্গে সংঘর্ষ

অনলাইন ডেস্ক:  ইলিশ রক্ষা অভিযানে গিয়ে চাদঁপুরে জেলেদের সঙ্গে নৌপুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৮ জেলেকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে জেলার পদ্মা নদীর দুর্গম চর রাজরাজেশ্বরে এ ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌপুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ভোরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরছে জেলেরা- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সংঘবদ্ধ জেলেরা নৌপুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর লগি বৈঠা নিয়ে হামলা করে। হামলার সময় ৮-১০ ইঞ্জিনচালিত নৌকা নিয়ে শতাধিক জেলে তাদের ঘিরে ধরে। অভিযানে অংশ নেয়া নৌপুলিশ সুপার জামশের আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপুলিশ বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় ১৮ জনকে আটক করা হয়। সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন (৩৫), নায়েক দেলোয়ার হোসেন (৩২), কনস্টেবল শাহারিয়ার (৩০), তাদের স্পিডবোটের চালক রুবেল (২৫), জেলে মনির শেখ (৩৫), নাজমুল হোসেনসহ সাতজন আহত হন। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিছুর রহমান জানান, আহত জেলেদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ায় আহতদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। বিষেরবাঁশি.কম/সংবাদদাতা/নাদিম

Categories: জাতীয়,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.