মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

সরকারী পুকুরে বিষ প্রয়োগে ৬০-৭০ হাজার টাকার মাছ নিধন

অনলাইন ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় সোমবার (৩০সেপ্টেম্বর) মৎস্য দপ্তরের আওতায় সরকারী পুকুরে দুর্বিত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। সোমবার সকালে উপজেলা সদরে বাইপাশ মোড় এলাকার সরকারী পুকুরের চাষকৃত মাছ মরে ভেসে উঠতে থাকে। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন, মাছ নিধনের উদ্দেশ্যে রবিবার রাতের যেকোন সময় বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার রাতে মাছ নিধনের উদ্দেশ্যে সরকারী পুকুরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬০-৭০ হাজার টাকার চাষকৃত মাছ নিধন করেছে। চলতি বছরে এলাকার মোঃ মনিরুজ্জামান রেজোয়ান, শহিদুল জমাদ্দার, মিঠুন চক্রবর্তী ও রব্বানী সহ এলাকার যুবসমাজ এই সরকারী পুকুরে মাছ চাষ শুরু করেছে। এখানে তেলাপিয়া, রুই, কাতলা সহ দেশীয় মাছ চাষ করেন। চাষী মনিরুজ্জামান রেজোয়ান জানান, বিগত ১৫-২০ বছর পর্যন্ত পুকুরটি এলাকার আবদুল মালেক কাকার তত্ত্ববধানে ছিল। চলতি বছরে আবদুল মালেক কাকা এই পুকুরটির দায়িত্ব আমাদের যুবসমাজের তত্ত্ববধানে দেয়। আমরা চার জনসহ এলাকার যুবসমাজরা মাছ চাষ শুরু করেছি। বিগত ২০ বছরেও কোন দিন এই রকমের কোন ঘটনা ঘটেনি। কে বা কাহারা রাতের আধারে পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার জানান, আমি ঘটনা স্থানে গিয়ে পুকুরের পানি পরীক্ষা করে দেখেছি পুকুরে যে কোন বিষাক্ত পদার্থ প্রযোগ করা হয়েছে, যে কারনে পুকুরের মাছ গুলো মারা গেছে। পুকুরের তত্তবধানে যারা আছে তাদের থানায় ডাইরি করার জন্য বলা হয়েছে এবং আইনী ব্যবস্থা নেয়া হবে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.