মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

আদমজী ইপিজেডের সেলিম বাহিনীর হামলায় দুই ব্যবসায়ী আহত -আটক ৩

অনলাইন ডেস্ক: সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের পাশে কদমতলী পুল এলাকায় গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে মাসুদ ও ইফতেখার আলম রাজু (৩৫) নামের দুই ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে আদমজীর চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী সেলিম মজুমদার (৩৮)। দুই ব্যবসায়িকে এলোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করেছে সেলিম বাহিনী। তারা শ্রমিকদের সরবরাহকৃত খাবার ছিনতাই করে নিয়ে যায়। আহতরা আদমজী ইপিজেডের ভেতর রেমি হোল্ডিং গার্মেন্টেসের খাবার সরবরাহকারী। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে বলে জানায়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় আদমজী ইপিজেডের সাধারণ ঠিকদার ও ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ি ইফতেখার আলম রাজু বাদী হয়ে সেলিম মজুমদারকে প্রধান আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সন্ত্রাসী সেলিম মজুমদার নতুন বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে। চাঁদাবাজি, বাটপারি, জবরদখল, প্রতারণা তার পেশা। তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, বিএনপির নাশকতার মামলসহ একাধিক মামলা রয়েছে। এর আগে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ২৬ আগস্ট দুপুরে কদমতলী পুল এলাকায় ইফতেখার আলী রাজুকে মারধর করে আদমজী ইপিজেডের একটি ফ্যাক্টরীর ৩০০ শ্রমিকের খাবার ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসী সেলিম মজুমদার। This image has an empty alt attribute; its file name is selim-mojomder.jpg ২৪ আগষ্ট রাজুকে চাঁদার দাবীতে হুমকি দেয়ায় ২৫ আগষ্ট সেলিম মজুমদারসহ তার অজ্ঞাত ৪/৫ সহযোগীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করেছিল রাজু। কিন্তু থানা পুলিশ অভিযোগটি গুরুত্ব না দেয়ায় এই সুযোগে ক্ষিপ্ত হয়ে সেলিম মজুমদার রাজুর উপর হামলা চালায়। এবং নতুন করে শনিবার দুপুরে আবারো রাজু ও তার ভাই মাসুদের উপর হামলা চালিয়েছে সেলিম মজুমদার বাহিনী। তার সাথে যোগ দিয়েছে এবার সিরাজমন্ডলের ক্যাডার বাহিনী। শনিবার দুপুরে হামলায় আহত ব্যবসায়ি থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি আদমজী ইপিজেডের ভেতর রেমি হোল্ডিং ফ্যাক্টরীতে (ইপিজেড) খাবার সরবারাহ করে আসছেন। তার ট্রেড লাইসেন্সের নাম মেসার্স শেখ আলী এন্টারপ্রাইজ। কিন্তু আসামী সেলিম মজুমদার (৩৮) পিতা মো. আলী সাং- নতুন বাজার (আদমজী) থানা সিদ্ধিরগঞ্জ সহ অজ্ঞাতনামা ৪-৫ জন আমার খাবার সরবরাহ করার সময় কর্মীদের মারধর করে ও অকথ্য ভাষায় গালাগালি করে এবং খাবার সরবরাহ করতে নিষেধ করে। অত্র এলাকার বেশ কিছুদিন ধরে সে তার কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে এলাকায় দাপটের সাথে চাঁদাবাজি এবং মাস্তানি করে আসছে। কেউ ভয়ে তার সাথে ঝামেলা করে না। কিছুদিন পূর্বে আমার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তাকে চাঁদা দিতে অস্বীকার করলে ২৫ আগষ্ট ১২ টায় আমার খাবার গাড়ি ইপিজেড গেইটের সামনে ১নং বিবাদী তার সাথে থাকা অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। আমাদের চিৎকারে আশেপাশের লোক আসলে সেলিম বাহিনী সব খাবার ছিনতাই করে চলে যায়। যাওয়ার সময় আমাকে বলে তুই যদি আর খাবার সরবরাহ করিস তাহলে তোকে জানে মেরে ফেলব। উক্ত বিবাদীর হুমকিতে আমিসহ আমার পরিবার আতঙ্কে জীবন-যাপন করছি। কারণ বিবাদী সেলিম মজুমদার পূর্ব থেকেই সন্ত্রাসী। তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা, চাঁদাবাজি মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। উক্ত বিষয়টি এলাকার গন্যমান্য মানুষ ও আমার আত্বীয় স্বজনের সাথে আলাপ করে আপনার কার্যালয়ে অভিযোগ করতে বিলম্ব হলো। এদিকে সেলিম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ইপিজেডের সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ বরে বলেন, পল্টিবাজ এই সেলিম মজুমদার বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং বিএনপি’র সহযোগী সংগঠন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্চাসেবক দলে যুগ্ন আহবায়ক হয়েও সরকার সমর্থিত লোকজনদের উপর একের পর এক হামলা করার সাহস পায় কোথায়? এর আগেও সেলিম মজুমদার মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে কারাগারে গিয়েছিল। জামিনে বেরিয়ে আওয়ামীলীগের একটি অংশের সাথে মিশে ফের অপকর্ম করে বেড়াচ্ছে সে। সেলিম কখনো ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মতির সাথে আবার কখনো একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সাথে মিশে যায়। বতর্মানে সিরাজ মন্ডলের সাথে মিশে মতির লোকজনের উপর হামলা করে সিরাজ মন্ডলের বিশ্বাস অর্জন করছে। সিরাজ মন্ডলের শেল্টারের বেপরোয়া হয়ে উঠেছে দুর্ধর্ষ সন্ত্রাসী সেলিম মজুমদার। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক জানায়, ব্যবসায়ীদেরকে মারধরের খবর পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করেছি। বাকীরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। বাকী সন্ত্রাসীদের ধরার চেষ্টা করছি। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.