শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর ঘিরে ফের অনিশ্চয়তা

  • অনলাইন  ডেস্ক

শুক্রবারও বেতন-ভাতা সংক্রান্ত ঝামেলার মীমাংসা করতে পারল না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এদিন ‘জরুরি ভিত্তিতে’ ডাকা গুরুত্বপূর্ণ সভায় আলোর মুখ দেখেনি দুই পক্ষের আলোচনা।

বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে আন্দোলন করছে দেশটির সবস্তরের ক্রিকেটার। ইতিমধ্যে ‘এ’ দল সাউথ আফ্রিকা সফর বাতিল করেছে। কয়েকদিন আগে শোনা যায়, ক্রিকেটারদের সঙ্গে বোর্ড একটা সমঝোতায় আসার চেষ্টা করছে। কিন্তু শুক্রবার সেই চেষ্টা মাটি হয়ে গেছে।

বাংলাদেশ দল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন চলছে ফিটনেস ক্যাম্প। বিসিবি এই সিরিজটি নিয়ে চিন্তায় আছে। কেননা জুলাইতে পাকিস্তান না আসায় খেলা হয়নি। এবার আগস্টে যদি অস্ট্রেলিয়া না আসে তবে দীর্ঘ বিরতি পড়ে যাবে।

আগস্টে বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে আসার কথা দেশটির। ক্রিকবাজ বলছে, শুক্রবারের আলোচনা ভেস্তে যাওয়ায় অ্যাশেজসহ বাংলাদেশ সিরিজ ঘোরতর অনিশ্চয়তার চাদরে ঢাকা পড়ে গেল।

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.