শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

পৃথক ‍দুটি জায়গায় উত্ত্যক্ত করায় তিন বখাটে যুবককে কারাদণ্ড

অনলাইন ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুজন কৃষি বিশ্ববিদ্যালয়ের ও সারিয়াকান্দিতে একজনকে শাস্তি দেওয়া হয়। আজ সোমবার পৃথক ঘটনায় তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা তিনটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বসেছিলেন ওই ছাত্রীরা। এ সময় মাকসুদুল সালেহীন (২২) ও রুহুল আমিন (২২) নামের দুই যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ছাত্রীরা তাঁদের এক বন্ধুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। সেই বন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানালে দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে আসেন। তাঁরা ওই দুই যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেন। পরে তাঁদের প্রধান নিরাপত্তা শাখায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার ও মো. আল-আমিন তাঁদের ১৫ দিন বিনা শ্রম কারাদণ্ড দেন। জানা যায়, সালেহীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও রুহুল বেকার ছিল। তাঁদের বাড়ি বিশ্ববিদ্যালয়ের করিম ভবনসংলগ্ন এলাকায়। প্রক্টর অধ্যাপক হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুধু উত্ত্যক্ত করা না, ক্যাম্পাসে কেউ অনৈতিক কাজ করলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’ এদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে যুবক কমল চন্দ্র বর্মণ (২০) নামের এক বখাটে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদ আজ দুপুরে তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.