শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

মাত্র টানা তিন ঘণ্টার বৃষ্টিতে নড়াইলের বাড়ি-ঘরসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সৃষ্টি

অনলাইন ডেস্ক: মাত্র টানা তিন ঘণ্টার বৃষ্টিতে নড়াইলে পৌরসভার বেশিরভাগ এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে এসব সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। পরিকল্পিত ড্রেনেজ ও নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বহু বাড়ি-ঘরে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এসব এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইলে ভোর থেকে টানা ৪ ঘণ্টা বৃষ্টি হয়। এতে নড়াইল পৌরসভার কুরিগ্রাম, ভওয়াখালী, আলাদাতপুর, মহিষখোলা ও বরাশোলার বিভিন্ন পাড়া-মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নড়াইলের চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স সড়কের প্রতিটি বাড়ির সামনে এবং ভেতরে জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। ফলে এলাকার লোকজন দুর্ভোগে জীবন-যাপন করছেন। এ ব্যাপারে নড়াইল পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শরফুল আলম লিটু বলেন, আমি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করতে পারব না, এটা আমার কাজ না। আপনারা যা পারেন করেন। অপরদিকে নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতোমধ্যে নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং কাজ চলছে। ড্রেনেজ সমস্যার ব্যাপারে আরো তিনি বলেন, নড়াইল পৌর এলাকায় প্রয়োজনীয় ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.