শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

দীর্ঘদিন ছাত্রীকে ধর্ষণ, স্ত্রীর কাছে ধরা পড়ে পলাতক মাদ্রাসার অধ্যক্ষ

অনলাইন ডেস্ক: ঝালকাঠিতে মাদ্রাসার এক অধ্যক্ষের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানেরই ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেছেন বলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন নিশ্চিত করেছেন। অভিযুক্ত অধ্যক্ষ এসএম কামাল হোসাইন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ভুক্ত-ভোগী ছাত্রী বিগত ৫ বছর ধরে লেখাপড়ার পাশাপাশি অধ্যক্ষের বাসায় গৃহ পরিচারিকার কাজ করতো। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে নিজের বাসায় ধর্ষণ এবং যৌন নির্যাতন করে আসছিলেন তেরআনা শাহ মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোসাইন। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ওই ছাত্রী অধ্যক্ষের বাসায় সর্বশেষ ধর্ষণের শিকার হয়। তবে, এদিন এই ঘটনা অধ্যক্ষের স্ত্রী দেখে ফেলেন। ধরা পড়ে পালিয়ে যান অভিযুক্ত কামাল হোসাইন। এরপর ওই ছাত্রীকে অধ্যক্ষের ভাইয়ের বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে গত শনিবার (১৭ আগস্ট) ওই ছাত্রীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে পুলিশ। এ প্রসঙ্গে ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় রবিবার দুপুরে সদর থানায় মেয়েটির বাবা বাদী হয়ে অধ্যক্ষ কামাল হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অধ্যক্ষ পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নির্যাতনের শিকার ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। শিশু ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণের ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়। দেশের সামাজিক শাসন নেই। সামাজিক মূল্যবোধ কমে গেছে। এগুলো ঠেকাতে পারলে, আমরা কিছুটা ফল পাবো। উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ছোট বেলায় দেখেছি, এ ধরনের ঘটনা ঘটলে গ্রামে বিচার হতো। এখন আর সেটা হয় না। তবে আমরা অপরাধীকে ধরে এনে আইনের হাতে তুলে দিচ্ছি; এটাই আমাদের কাজ। আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ক্ষেত্রে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্তমানে সংবাদমাধ্যম অনেক শক্তিশালী, সংবাদিকরা যদি তাদের লেখনিতে এগুলো তুলে আনেন, তবে আমরা সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবো। বিষেরবাঁশি.কম/ডেস্ক/নাদিম

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.