শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৩ হাজার ১৮২ জন

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় ১ হাজার ৭০৬ জন রোগী। এই হিসাব গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার বিকেল পর্যন্ত। এটি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য। নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল গুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৮২ জন। তার মধ্যে ৪৫ হাজার ৯৭৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছে। আর এখন পর্যন্ত এ রোগে মারা গেছে প্রায় ৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশের হাসপাতালগুলোতে ৭ হাজার ১৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার ৭০৬ জন। মধ্যে শুধু ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩৪ জন। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.