মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

কলকাতায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত: জাগুয়ার চালক গ্রেফতার

অনলাইন ডেস্ক: গত শুক্রবার দিবাগত মধ্যরাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার শেক্সপিয়র সরণি এবং লাউডন স্ট্রিটের সংযোগস্থলে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাজি মহম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া (৩০)। নিহত মইনুলের বাড়ি ঝিনাইদহে। তানিয়ার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ২টার দিকে প্রচণ্ড গতিতে ছুটে যাওয়া একটি জাগুয়ার গাড়ি একটি মার্সিডিজকে ধাক্কা দিলে জাগুয়ারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দুইজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এ দুর্ঘটনায় মার্সিডিজের চালক ও আরোহী আহত হয়েছেন। ঘটনার পরই জাগুয়ারের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। জাগুয়ারটিকে পুলিশ আটক করেছে। তবে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে জাগুয়ারের চালককে গ্রেফতার করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, নিহত ওই দুই বাংলাদেশি চিকিৎসার জন্য ১৫ দিন আগে কলকাতায় যান। দেশটির পুলিশ জানায়, মইনুল চাকরি করতেন গ্রামীণ ফোনে। তানিয়া ছিলেন বাংলাদেশে সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে। ময়নাতদন্তের পর বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাদের মরদেহ পাঠানো হবে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.