মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আরো এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: এবার নারায়ণগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে৷ সোমবার (১২ আগস্ট) রাত ১টায় রাজধানীর একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ শিশুটির নাম অভিজিৎ সাহা (১১)৷ সে শহরের আমলাপাড়ার মন্টু সাহা ও পদ্মা সাহার ছেলে৷ অভিজিৎ চাষাঢায় মাউন্টেন স্কুলে পড়তো৷ পারিবারিক সূত্রে জানা যায়, অভিজিৎ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাত থেকে গেন্ডারিয়ার ধুপখোলায় আজগর আলী হাসপাতালে ভর্তি ছিল৷ রোববার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ পরে সোমবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ শিশু অভিজিতের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম৷ ছোট্ট ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা-মা৷ উল্লেখ্য এর আগে গত ৯ আগস্ট রাতে রূপগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেরিমা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকার রেনেসা নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল তার। মেহেরিমা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ভাওয়ালিয়া এলাকার ব্যবসায়ী মোজাম্মেল বেপারীর মেয়ে।
বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: জাতীয়,নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.