শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

ডেঙ্গু সন্দেহে ৭জন রোগী হাসপাতালে ভর্তি: ২জনের রিপোর্ট পজেটিভ

অনলাইন ডেস্ক: নওগাঁর সাপাহারে কোরবানীর ঈদের পূর্বমহুর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ত:বিভাগ সূত্রে জানা গেছে, পরিক্ষা নিরিক্ষার পর ডেঙ্গু রোগের পজেটিভ রিপোর্ট পাওয়ায় ২জন রোগীকে ইতোমধ্যেই নওগাঁ জেলা সদরের সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে জানা গেছে, গত দুই-তিন দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ করতে আসা ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী সন্দেহে প্রায় ৭জন জ্বরে আক্রান্ত ব্যক্তি উপজেলা হাসপাতালে ভর্তি হয়। এরপর পরীক্ষা নিরিক্ষার পর ২জনের শরীরে পজেটিভ রিপোর্ট পাওয়ায় তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয় এবং অপর ৫জনের পরীক্ষা নিরিক্ষার জন্য রক্ত সংগ্রহ করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত কি না? এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুহুল আমিন এর সাথে ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: জাতীয়,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.