শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

মাছ কেটেকুটে জীবিকা (ভিডিও)

বিষেরবাঁশী ডেস্ক: শীতলক্ষ্যার পূর্ব পাড়ে ৫ নাম্বার ঘাটজুড়ে বিশাল মাছের আড়তে ভোর থেকে সকাল ৮/৯ টা পর্যন্ত বিভিন্ন বয়সী ২২ জন দুই সারিতে বসে মাছ কেটে জীবিকা নির্বাহ করেন। প্রাতঃভ্রমনে আসা লোকজন ছাড়াও অনেকেই আসেন অপেক্ষাকৃত সুলভ মূল্যে ও টাটকা মাছ কিনতে। বেশিরভাগ খুচরা ক্রেতা বাজার থেকেই মাছ কাটিয়ে নেন।

মাছ কেটেকুটে জীবিকা নির্বাহ

মাছ কেটেকুটে জীবিকা নির্বাহ

Posted by News 24 bangladesh on Monday, July 29, 2019

কথা হয় একজনের সাথে। তিনি জানান, ইজারাদারদের কাছ থেকে বটি প্রতি ১৫০ টাকায় নির্দিষ্ট সময় তারা এখানে বসে মাছ কেটে উপার্জন করেন। সকালের নাস্তা,সহকারী ও পরিচ্ছন্ন কর্মী সহ তার খরচ হয় প্রায় ৩০০ টাকা। সববাদে প্রত্যেকে তিন ঘন্টায় কমবেশি ৫০০ টাকার মতো আয় করেন।  মাছের ব্যাগ হাতে নিয়ে আসা লোকজন দেখলেই ডাকাডাকি করেন সহকারীরা।  সকালের বাড়তি উপার্জন করার পর অনেকেই আবার অন্য পেশায় যোগ দেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: খোলা বাতায়ন,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.