শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ভারতীয় মুদ্রা পাচারকারী আটক

বিষেরবাঁশী ডেস্ক: বেনাপোল সীমান্তে ভারতীয় মুদ্রা পাচারকারী কলিম (২৯) নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল আইসিপি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ভারত থেকে পাসপোর্ট যোগে তিনি বাংলাদেশে প্রবেশ করার পর তাকে আটক করা হয়। কলিম উত্তর চব্বিশ পরগণার বেলঘড়িয়া থানার, মেকেনজি রোড, কামার হাটি এলাকার মৃত মুসলিম শেখের ছেলে। তার পাসপোর্ট নম্বর জে ৩২৪৭৬০৮।

বিজিবি জানায়, বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জারদের টার্মিনাল দিয়ে ভারতীয় পাসপোর্ট যাত্রী বের হয়ে যাওযার সময় তল্লাশি চৌকিতে তার ব্যাগ থেকে ৮টি বেনারসি শাড়ি পাওয়া যায়। পরে আইসিপি ক্যাম্প নিয়ে তার শরীর তল্লাশি করে ৫৭ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৮০০ রুপি ও ৪ হাজার ৬০০ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনির হোসেন ও নায়েব সুবেদার আবুল কাসেম একজন ভারতীয় মুদ্রা পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা সৌদি রিয়েল, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বেনাপোল পোর্ট থানায় কলিমকে সোপর্দ করা হবে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি

Leave A Reply

Your email address will not be published.