বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

অভিনব কায়দায় গাড়ি চুরির চেস্টা করতে গিয়ে দুই চোর গ্রেফতার

অনলাইন ডেস্ক: রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের গাড়ি চুরির অভিযোগ পাওয়া গেছে। তুরাগে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টে অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের গাড়ি অভিনব কায়দায় চুরির চেস্টা করতে গিয়ে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির চেস্টার সময় ড. তারেক শামসুর রেহমান সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। দোলনচাঁপা ভবনের ১৪০১ নম্বর ফ্ল্যাটের দরজা ভেঙ্গে চোর গাড়ির কাগজপত্র চুরি করে। পরে ওই কাগজপত্র নিয়ে চুরি চক্রের সদস্যরা জানায় যে, ড. তারেক শামসুর রেহমান তাদের কাছে গাড়ি বিক্রি করে দিয়েছেন। গাড়ি নিয়ে যাওয়ার সময় অ্যাপার্টমেন্টের বাসিন্দারা সন্দেহ করে চুরি চক্রের সদস্যদের আটক করে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে, বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনার পর দোলনচাঁপা অ্যাপার্টমেন্টের ৩০৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা ডা. বিধান চন্দ্র দাস বাদী হয়ে ওই দুই জনের বিরুদ্ধে গাড়ি চুরি চেস্টার অভিযোগে একটি মামলা করেছেন।

তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকিন বলেন, গত শুক্রবার (১৯ জুলাই) সকালে অ্যাপার্টমেন্টের পার্কিং এলাকা থেকে ওই চুরি চক্রের সদস্যরা শিক্ষকের গাড়িটি চুরির চেস্টা করেছিল। তারা আগেই খোঁজ পেয়েছিল যে, শিক্ষক সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। এই তথ্য অনুযায়ি তারা শিক্ষকের ফ্ল্যাট থেকে গাড়ির কাগজপত্র চুরি করে। এরপরই তারা ক্রেতা সেজে ওই গাড়ি অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.