মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

২৭ লাখ টাকাসহ চাকরিচ্যূত পুলিশ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: এক সহকারী চাকরিচ্যূত উপ-পরিদর্শককে (এএসআইকে) রাজধানীর হাতিরঝিল থেকে ২৭ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম কবির হোসেন শেখ (৩৮)। আজ সকালে হাতিরঝিলের মন্দিরের সামনে তল্লাশির সময় পুলিশের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, আজ সকাল পৌণে আটটার দিকে রামপুরা থানাধীন হাতিরঝিলের ১ নম্বর ব্রীজের উপর চেকপোস্টে সন্দেহভাজন একটি সাদা রংয়ের প্রাইভেট কার থামায়। চেকপোষ্ট চলাকালীন দায়িত্বরত র‌্যাব সদস্য গাড়ীর ড্রাইভিং সীটে বসা ড্রাইভারকে তার পরিচয় জানতে চাইলে, সে নিজেকে পুলিশের এএসআই (এসবি) বলে জানায়। তিনি আরো বলেন, তিনি ঢাকায় কর্মরত আছেন। তার কাছে থাকা আইডি কার্ড বের করে দেখায়। তার ব্যবহৃত প্রাইভেট কারে পুলিশ লেখা স্টিকার লাগানো থাকা সত্ত্বেও তার কথাবার্তা সন্দেহজনক বলে মনে করেন র‌্যাব সদস্যদরা। তখন দায়িত্বরত র‌্যাব সদস্য পুলিশ পরিচয়দানকারী কবির হোসেন শেখকে আটক করেন। আটকের পর তার গাড়িতে তল্লাশি চালালে ২৭ লাখ ১৯ হাজার ১০০ টাকা, ৭টি পাসপোর্ট, ৬টি সিলসহ ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-৩ এর অপস অফিসার এএসএম সাখাওয়াত হোসাইন জানান , গ্রেপ্তার হওয়া কবির পুলিশের এএসআই ছিল। গত বছরের আগস্টে পারিবারিক মামলা সংক্রান্ত কারণে সে চাকরিচ্যুত হয়। চাকরিচ্যুত হওয়ার পর সে মামলা মোকাদ্দমার দালালি কাজ শুরু করেন। উদ্ধার করা টাকাগুলো একটি মামলা পরিচালনার, যা একজন ব্যারিস্টারের বলে সে জানিয়েছে। কবির হোসেন শেখ বিভিন্ন সময় নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভূয়া পরিচয়পত্র দেখিয়ে এবং গাড়ীতে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছে। এছাড়াও তার গাড়ীতে থাকা পাসপোর্ট ও নগদ টাকার বিষয়ে জিজ্ঞাসা করলে কোন সদুত্তর পাওয়া যায়নি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.