শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

সম্পত্তির জের ধরে গৃহবধুকে শ্লীলতাহানী সহ মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মোসাঃ তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধুকে শ্লীলতাহানী সহ মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধু তাসলিমা বাদী হয়ে মঙ্গলবার (৯ জুলাই) ঝালকাঠি আদালতে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা গেছে, তাসলিমা বেগম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তাসলিমা বেগমের সাথে সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ মৃত হানিফ সিকদারের পুত্র মাসুম সিকদার, জসিম সিকদার, বাচ্চু সিকদার, মেয়ে মোসাঃ সিমু বেগম গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসলে। গত সোমবার সকাল ১১ টায় তাসলিমা কাজের লোকের সাথে তার পৈত্রিক সম্পত্তিতে ধানের বীজ ফেলতে যায়। এ সময় প্রতিপক্ষ মাসুম ও সিমু বেগম তার উপর আক্রমন চালায়। তাসলিমা বেগমকে হত্যার উদ্দেশ্যে কাদার মধ্যে মুখ ডুবিয়ে শ্বাস রোধ করার চেষ্টা করে। এ সময় পার্শ্ববর্তী হারুন সিকদার ঘটনাস্থলে দৌড়ে এসে তাসলিমাকে উদ্ধার করে। তাসলিমা বেগম মরনাপন্ন অবস্থা থেকে ছাড়া পেয়ে রাজাপুর থানার উদ্দেশ্যে রওয়া হলে প্রতিপক্ষরা দ্বিতীয় দফায় আবার তার উপর হামলা চালায়। এসময় তাসলিমা বেগমকে প্রতিপক্ষরা এলোপাথারী ভাবে লাঠি দিয়ে মারপিট সহ তার পড়নে কাপড় খুলে শ্লীলতাহানী করে। এ সময় তারা তাসলিমার কালে, গলায় ও হাতে থাকা স্বার্ণালংঙ্কার সহ মোবাইল ফোন হাতিয়ে নেয়। তাসলিমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। যাওয়ার আগে তাসলিমাকে হুমকি দিয়ে যায় সে যদি আবার ঐ সম্পত্তিতে ভাগ বসাতে আসে তাহলে তাকে হত্যা করবে। স্থানীয়রা তাসলিমাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে মাসুম সিকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, এ রকমের কোন ঘটনাই ঘটেনি। আর ঐ সম্পত্তি আমাদের। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.