শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

এরশাদের ছেলে এরিককে তুলে নিয়ে যাওয়ার হুমকি

অনলাইন ডেস্ক: ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের ছেলে এরিককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এই অভিযোগে জাপার প্রেসিডিয়াম সদস্য ও ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ এর পরিচালক মেজর (অব.) খালেদ আখতার গতকাল সোমবার রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উল্লেখ্য, এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশার ছেলে এরিক ‘বিশেষ চাহিদা সম্পন্ন’। এরিক এরশাদের বারিধারার বাসাতেই থাকে। জিডিতে খালেদ উল্লেখ করে, ‘হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। জিডিতে এরিকের মোবাইল নম্বর উল্লেখ থাকলেও হুমকিদাতার নম্বর দেওয়া হয়নি। সম্প্রতি এরশাদ তার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টে দিয়েছেন। খালেদ আখতার সেই ট্রাস্টের পরিচালক। জিডিতে আরো উল্লেখ করা হয়, ‘ট্রাস্টের পরিচালক হিসেবে এরিকের সকল ভালো-মন্দ দেখাশোনার দায়-দায়িত্ব আমার উপর।’ খালেদ আখতার গনমাধ্যমে জানান, একজন মহিলা সম্প্রতি এরিককে ফোন করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.