শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

এবার নড়াইলের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

ওয়েব ডেস্ক: শুক্রবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে নড়াইলের লক্ষীপাশায় মা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টার দিকে প্রসব বেদনা নিয়ে লোহাগড়ার করগাতী গ্রামের কাঠ ব্যবসায়ী কামাল শেখের স্ত্রী বিলকিস বেগম (২৫) মা ক্লিনিকে আসেন। ক্লিনিকের চিকিৎসক তাজরুল ইসলাম তাজ প্রসব বেদনার জন্য বিলকিসকে ইনজেকশন দেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সে করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। বিলকিসের স্বামী কামালসহ তার পরিবারের সদস্যরা জানান, সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা অভিযোগ করেন, সদর হাসপাতালে আনার আগেই ক্লিনিকে বিলকিসের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ তাকে ভুল চিকিৎসা দেয়ার কারনে বিলকিস বেগমের মৃত্যু হয়েছে। এরপর তার স্বজনসহ স্থানীয়রা বিলকিসের লাশ সদর হাসপাতাল থেকে মা ক্লিনিকের সামনে এনে বিক্ষোভ করেন । বিলকিসের পাঁচ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন গনমাধ্যমকে জানায়, প্রসব বেদনায় ইনজেকশন দেয়ার পরই বিলকিস অসুস্থ হয়ে পড়েন বলে তার স্বজনরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। ডাক্তার সুব্রত ও তাজ তাকে সিজার করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বিলকিসের মৃত্যুর পর ওই দুই চিকিৎসকসহ ক্লিনিক মালিক শেখ জাহাঙ্গীর আলম পলাতক আছেন। তবে ক্লিনিক খোলা রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.