শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

বৃহস্পতিবার ঈদ হওয়ার সিদ্ধান্ত বদল

বিষেরবাঁশী ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বৃহস্পতিবার ঈদুল ফিতর পালিত হবে বলে জানানো হয়।

চাঁদ দেখা যায়নি বলে ঘোষণার কয়েক ঘণ্টা পরে সিদ্ধান্ত বদল করে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাত ১১টার দিকে পুনরায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চাঁদ দেখা গেছে এবং বুধবারেই ঈদ পালিত হবে বলে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ।

মাগ‌রি‌বের পর থে‌কেই জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন জেলায় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের ব্য‌ক্তি‌দের নিয়ে চাঁদ দেখা কমিটি ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ফোন করে চাঁদ দেখার সংবাদ জানাতে থাকেন। ৬৪ জেলা থেকেই চাঁদ না দেখার সংবাদ জানানো হয়। এরপর জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। এজন্য চাঁদ দেখার ‌বিষ‌য়ে সিদ্ধান্ত নিতে দে‌রি হ‌চ্ছিল।

পরে রাত ১১টার দিকে পুনরায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চাঁদ দেখা গেছে এবং বুধবারেই ঈদ পালিত হবে বলে জানানো হয়।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.