শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ঈদকে সামনে রেখে জঙ্গি হামলা হওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই : ডিআইজি হাবিবুর রহমান

বিষেরবাঁশী ডেস্ক: ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন ঈদুল ফিতরের সময় জনসাধারন যাতে নিরাপদে বাড়ী যেতে পারে সেজন্য ঢাকা চট্রগ্রাম ও ঢাকা সিলেট মহসড়কে পুলিশ আগাম নিরাপত্তা মুলক ব্যবস্থা গ্রহন করেছে। তিনি জানান,মহাসড়কগুলোতে চাদাবাজি না হয় সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।মহাসড়কে চাদাবাজির ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে থাকবে। তিনি আরো বলেন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তার বিষয় মাথায় রেখে শুধু শোলাকিয়া নয় ঢাকা রেঞ্জের মধ্যে শোলাকিয়া এলাকাসহ প্রতিটি ম্যাচ হোটেল কিংবা বাসা বাড়িতে আগাম তল্লাশি চালানো হবে। মঙ্গলবার দুপুরে মদনপুরে ঈদকে ঘিরে থাকা সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ব্যবস্থাপনা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিআইজি বলেন, ঈদকে সামনে রেখে জঙ্গি হামলার কোন সুনির্দিষ্ট আশঙ্কা এখন পর্যন্ত পুলিশের কাছে নেই। তার পরেও সেই সমস্ত বিষয় মাথায় রেখে শুধুমাত্র শোলাকিয়া নয় সারা বাংলাদেশেই একটি নিরাপত্তা পরিকল্পনা রয়েছে।

যেকোনো ধরনের ঘটনা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে আর কোন ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারেও গোয়েন্দা নজরদারি রয়েছে। তিনি আরো বলেন যেকোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই রোধ করার জন্য ইতিমধ্যে আমাদের আইজিপি মহোদয় জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। যদি কোন শ্রমিক সংগঠন স্থানীয় ব্যক্তিবর্গ কিংবা পুলিশের কোন সদস্য যদি এই চাঁদাবাজি চক্রের সাথে জড়িত থাকে তাহলে থানায় অভিযোগ করবেন এ ব্যাপারে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। তবে এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেন। সিংকঃ হাবিবুর রহমান, ডিআইজি ঢাকা রেঞ্জ এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী সহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা।

বিষেরবাঁশী ডেস্ক/টিএস/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.