শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

কুড়িয়ে পাওয়া ৪ লাখ টাকা ফেরৎ দিলেন জিটিভি’র ৩ নারী সাংবাদিক

বিষেরবাঁশী ডেস্ক : চা খেতে গিয়েছিলেন জিটভি’র তিন সংবাদকর্মী শমি, রুবিনা ও তুলি। ফেরার সময় খেয়াল করেন,বেঞ্চের উপর অনেকক্ষণ ধরে পরে আছে কালো রঙের একটি ব্যাগ। চা দোকানী ও আশপাশের সবাইকে জিজ্ঞেস করেও ব্যাগের মালিককে খোঁজে পাওয়া যায়নি। কেউই ব্যাগের মালিকানা দাবি করছে না। ব্যাগ খুলে ভেতরে দেখা গেলো প্রচুর টাকা। কুড়িয়ে পাওয়া এতোগুলো টাকা নিয়ে তিন সাংবাদিক ভীত,বিব্রত ও কিংকর্তব্যবিমূড়! অন্য কারো হাতে রেখে এলে প্রকৃত মালিক তা পাবে কিনা- এ নিয়ে চিন্তিত! ৭/৫ ভেবে ব্যাগটি অফিসে নিয়ে আসেন তিন সংবাদকর্মী।  চা দোকানীকে মোবাইল নম্বর দিয়ে বলে আসেন, ‘কেউ খুঁজ করলে জিটিভিতে যেতে বলবেন।’  কিছুক্ষণ পরই খবর এল ব্যাগের মালিকের সন্ধান পাওয়া গেছে।

চায়ের দোকানদার এসে জানিয়েছেন,দু’জন লোক ব্যাগের খোঁজ করছে। শমি, রুবিনা, তুলি নিজেরাই সেখানে গিয়ে তাদেরকে অফিসে নিয়ে এলেন। অফিসের ব্যাপার, সাক্ষী তো রাখা লাগবে। সিনিয়র সাংবাদিক অঞ্জন রায় ও সাংবাদিক নেতা রাজু আহমেদ এর সামনে টাকার দাবীদারকে জেরা করে নিশ্চিত হওয়া গেল। ৪ লাখ টাকা (দু’টি এক হাজার টাকা আর চারটি পাঁচশ টাকার বান্ডিল), ভেতরে দু’টি গাড়ির মামলার কাগজপত্র সম্পর্কে গাড়ির নম্বরসহ সঠিকভাবে বলে দিলেন তারা। সব কিছু মিলে যাওয়ায় আর কোনো সন্দেহ রইলো না।
আর কিছু নয়, প্রকৃত মালিককে টাকা ফেরত দিতে পেরেই খুশি সবাই।
তিন সংবাদকর্মীর সততা, দায়িত্বীশীলতায় সাংবাদিক মহলে সবাই খুশী।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.