মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

নোয়াখালীতে ‌‘ফণী’ : শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

অনলাইন ডেস্ক: নোয়াখালীর উপকূলীয় উপজেলার সূবর্ণচরে ঘূর্ণিঝড় ‌‘ফণী’র প্রভাবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরচাপা পড়ে এক শিশু নিহত ও ৩০ জন আহত হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলায় এ ঝড় আঘাত হানে। নিহত ইসমাইল সূবর্ণচরের চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের আব্দুর রহমানের ছেলে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে আবার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুবর্ণচর উপজেলার কন্ট্রোলরুমে দায়িত্ব পালনরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানান, চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে ঘরের মধ্যে চাপা পড়ে একজন নিহত এবং চর ওয়াপদা ও চর জব্বর ইউনিয়নে ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া ফণীর প্রভাবে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.