শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

সাপের ভয়ে অফিস যাচ্ছেন না প্রেসিডেন্ট

বিষেরবাঁশী ডেস্ক: সাপের ভয়ে অফিস যাচ্ছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট। জানা যায়, অফিসে দুটো কালো সাপের ভয়ে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া গত বুধবার থেকে নিজের কার্যালয় বাদ দিয়ে বাড়ি থেকে রাষ্ট্রীয় কাজ করতে বাধ্য হচ্ছেন। খবর বিবিসির।

এর আগেও দেশটির প্রেসিডেন্টকে একবার কার্যালয় ছাড়তে হয়েছে। এরপর আর ফিরতেই পারেননি সেখানে। ২০০৬ সালে এক অগ্নিকাণ্ডে প্রেসিডেন্টের দফতর ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে লাইবেরিয়ার প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র দফতরে বসছেন।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা স্মিথ টোবি জানিয়েছেন, বুধবার ভবনটির অভ্যর্থনা এলাকার দেয়ালের একটি গর্ত থেকে দুটো কালো সাপ বের হয়ে আসে।

এক ভিডিওতে দেখা যায়, গর্তে দুটি সাপ ধীরে ধীরে নড়ছে। আর সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে দেখছে। এখন সেগুলোকে তাড়ানোর চেষ্টা চলছে। টোবি জানিয়েছেন গর্তে ধোঁয়া দিয়ে সাপ দুটোকে বের করে আনার চেষ্টা চলছে।

অন্তত ২২ এপ্রিল পর্যন্ত ওই ভবন থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে। তবে জানা যায়, সাপগুলো মারা না হলেও প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া কার্যালয়ে ফিরবেন বলে জানাচ্ছেন টোবি

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.