শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

অনলাইন ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিশারত আলী বিশু (২৫) নামে বাংলাদেশি এক রখাল নিহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়ার তৈমুর হোসেনের ছেলে।

মাসুদপুর সীমান্তবাসীর ভাষ্য, শুক্রবার দিবাগত রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজনের একটি দল গরু আনতে ভারত যায়। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী গুলি চালালে বিশারত আলী বিশু গুরুতর আহত হন। বিশুর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে আসে। সেখানে আন্তর্জাতিক পিলার ১৬৮ এর সাব ৪-৫ পিলার সংলগ্ন এলাকায় তিনি মারা যান। পরে নিহত বিশুর মরদেহ ফেলে সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা সকালে একটি ধানক্ষেতে বিশুর মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যদের খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার আরটিভি অনলাইনকে বলেন, ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার শুনেছি। এর বেশি কিছু জানি না।

সমীর আলী নামে স্থানীয় এক ব্যক্তি জানান, মানিক চৌকিদারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে বিএসএফের গুলিতে নিহত বিশু নামে এক বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

 

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.