বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

গুলশান-১ এর কাঁচাবাজারে আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শনিবার) মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর শুনে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে অন্য ইউনিট যোগ দেয়। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিসকর্মীরা সিটি করপোরেশনের পানির গাড়ির পাশাপাশি গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

 

মার্কেটের আশপাশে দোকান মালিক-কর্মচারীসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেছেন। এর ফলে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের পানি সরবারহের গাড়ি ঢুকতে কিছুটা সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

 

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.