মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

জাতিসংঘের চার সংস্থা রোহিঙ্গাদের ৫ কোটি ডলার দিচ্ছে

অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও আবাসনসহ বিভিন্ন কাজে ব্যয়ের জন্য ৫ কোটি ডলার দিচ্ছে জাতিসংঘের চারটি সংস্থা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও জাতিসংঘের চারটি সংস্থার সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং জাতিসংঘের চার সংস্থার পক্ষে ইউএনএফপিএ, ইউনিসেফ, আইওএম, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা রয়েছে। তাদের আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সীমিত সম্পদের দেশ বাংলাদেশ অতিরিক্ত এই বিশাল জনগোষ্ঠীর চাপ দীর্ঘদিন বহন করতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ^নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোকে ভূমিকা রাখতে হবে। বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তায় ২০ কোটি ডলার দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা আরও ৩০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিয়েছে। আজ (বৃহস্পতিবার) তারা ৫ কোটি ডলার দেওয়ার চুক্তি করছে। এই অর্থ রোহিঙ্গাদের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেবা কার্যক্রমে ব্যয় হবে। সরকারের এই কার্যক্রমে জাতিসংঘের চার সংস্থা সহযোগিতা করবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। সেখানে এক লাখ রোহিঙ্গা থাকতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে ক্লিনিক তৈরি করে দেওয়া হচ্ছে। অন্যান্য মন্ত্রণালয়ও তাদের কাজ করে যাচ্ছে। তবে আমরা চাই, তারা শিগগির তাদের দেশে ফিরে যাক। আমাদের সেই চেষ্টা থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ^ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চেন বলেন, মিয়ানমারের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে আশ্রয়, আবাসন ও স্বাস্থ্যসেবা দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ বিশাল উদারতা দেখিয়েছে। এত বিপুলসংখ্যক অতিরিক্ত মানুষের জন্য মৌলিক সেবা সহায়তা দিতে বিশ^ব্যাংক বাংলাদেশের পাশে আছে। বিশ^ব্যাংক থেকে শিগগির আরও প্রায় ৩০ কোটি ডলার সাহায্য আসবে। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.